Khoborerchokh logo

ময়মনসিংহ-মুক্তাগাছার কৃতি সন্তান প্রয়াত এডভোকেট শামসুল হক এর ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন 462 0

Khoborerchokh logo

ছবি,প্রয়াত এডভোকেট শামসুল হক

কামাল হোসেন:
প্রয়াত এডভোকেট শামসুল হক মুক্তাগাছা উপজেলার একজন খ্যাতিমান ভালো সাদা মনের মানুষের ১৭ তম মৃত্যুবার্ষিকী। যিনি জন্মেছিলেন প্রত্যন্ত অঞ্চল পল্লীর ছায়াঘেরা এক মনোরম পরিবেশে,পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঘেষে ঐতিহ্যবাহী এলাকা বাইগন বাড়ি সংলগ্ন কান্দুলিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে । গ্রাম থেকে উঠে এসে হয়ে ওঠেন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে একজন বিশেষ ব্যক্তি । পরবর্তী সময়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক,বাংলার রাখাল রাজা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন বিশ্বস্ত কর্মী থেকে হয়ে ওঠেন একনিষ্ঠ সহচর। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে হয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান,বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক । তার ধারাবাহিকতায় ১৯৭৩ সালে নব-প্রতিষ্ঠিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বঙ্গবন্ধুর হাত থেকে নৌকা প্রতীক পেয়ে ময়মনসিংহের ( মুক্তাগাছা) আসন থেকে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন । এখানে উল্লেখ্য যে,তিনি এম এ এল এল বি ডিগ্রিধারী ব্যক্তি হয়েও যেভাবে একেবারে গ্রামের অবহেলিত মানুষের সাথে হাত মিলাতেন এবং বুকে টেনে নিতেন,তা না দেখলে বিশ্বাস করতে পারা খুব কঠিন । মৃত্যুর পূর্বমর্হুত পর্যন্ত তিনি মুক্তাগাছা বড় মসজিদের বেশিরভাগ সময়ই সভাপতির দায়িত্ব পালন করেন । আযান দেওয়ার সাথে সাথেই তিনি মসজিদে চলে যেতেন,কারো কোন কথা শুনতেন না। নামাজ শেষে রাজনীতি এবং বিজ্ঞ আইনজীবী হিসাবে ওনার ব্যক্তিগত চেম্বারে বসতেন ।এছাড়া ঐতিহ্যবাহী মুক্তাগাছা পৌর পাঠাগার,মুক্তাগাছা মহাবিদ্যালয়সহ স্কুল-মাদ্রাসা যেমন প্রতিষ্ঠা করেছেন,তেমনি বহু প্রতিষ্ঠানের সভাপতিরও দায়িত্ব পালন করেন। সামাজিক,সাংস্কৃতিক বহু সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন । যা আজও উনাকে কৃতজ্ঞতার সাথে মুক্তাগাছা বাসী স্মরণ করেন । তিনি আর কেউ নন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক পরবর্তী সময়ে দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালনকারী মহান ব্যক্তিত্ব মরহুম এডভোকেট শামসুল হক সাহেব । আজকের এই দিনে উনার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা । পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বেহেস্ত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে  তালিমুল কোরআন এতিমখানা,পোড়াবাড়ী বটতলা বাজারে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com